শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সব ক’টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল করেছে জগন্নাথপুর উপজেলা সদরের সরকারী স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় । এবারের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬১ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯২.৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো গাউছ ইসলাম তানভীর, গৌর গোপাল তালুকদার, জুনায়েদ আহমদ, শান্ত দেবনাথ, গোপীনাথ তালুদকার। জানাযায়, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের মধ্যেও এবার এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করেছে এ সরকারি স্কুলটি। এদিকে উপজেলা সদরের একমাত্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ৭৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৬১জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। তারা হলো, সুম্মিতা গোষ¦ামী মৌ ও আন্না রানী গোপ। পাশের হার ৮০.২৬ শতাংশ। এ বিদ্যালয়েও দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। বর্তমান প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক দায়িত্বে রয়েছেন। খন্ডকালিন শিক্ষক হিসেবে রয়েছেন ৫জন। মোট শিক্ষার্থী ৩২০জন।
এ ব্যাপারে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু জানান, প্রয়োজনীয় শিক্ষক না থাকার পরও এবারে ফলাফল মোটামোটি ভাল হয়েছে। তবে প্রয়োজনীয় শিক্ষক পদ পুরন করলে আগামীতে ছাত্রীরা আরও ভাল ফলাফল বয়ে আনবে ইনশাআল্লাহ। জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী জানান, র্দীঘদিন ধরে শিক্ষক সংকট থাকার পরও এবার জগন্নাথপুরের মাধ্যমিক সব ক’টি বিদ্যালয়ের মধ্যে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা খুবই ভাল ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসন হলে আরো ভাল ফলাফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষক সংকটের মাঝেও শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। আশা করি ছাত্রীরা আগামীতে ভাল ফলাফল করবে।
এ দিকে আব্দুস ছোবহান উচ্চ বিদ্যালয়ে ৩টি জিপিএ ৫ ও ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ে ২টি জিপিএ ৫ এসেছে। এ স্কুলগুলোর ফলাফল ও মোটামোটি সন্তোষজনক।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোখলেছুর রহমানের সাথে আলাপ হলে তিনি জানান, এ বারে ছাত্র-ছাত্রীদের ফলাফল আশানুরুপ হয় নি। তবে জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ করেকটি উচ্চ বিদ্যালয়ের ফলাফল ভাল হয়েছে। এ বিদ্যালয় গুলোতে শুন্যপদে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিলে এবং ছাত্র-ছাত্রীরা আন্তরিকতার সাথে লেখাপড়া চালিয়ে গেলে আগামীতে ভাল ফলাফল হবে বলে আমি আশাবাদি।
Leave a Reply