শুক্রবার, ০৪ Jul ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামে থেকে এক চার সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ঘরের ভেতর গামছা দিয়ে ফাস লাগানো অবস্থায় জিলু রানী দাস (৩৫) নামের গৃহবধুর লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। জানা যায় জিলু রানী দাশ ওই গ্রামের নিবারন দাসের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, বুধবার নিজ শয়নকক্ষের তীরের সাথে গামছা দিয়ে ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় জিলু রানীর লাশ দেখে পরিবারের লোকজন জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার উপ-পরিদর্শক আবু ফাত্তাহ জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply