শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় পার্টির যুব সংগঠন জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জগন্নাথপুর পৌর শহরের হামজা কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ এমরাজ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডা.আছকির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক জুবেদ আলী।
বক্তব্য রাখেন, যুব সংহতি নেতা মনসুর আহমদ, কয়েছ আলী, সাহাব উদ্দিন প্রমূখ। এ সময় উপজেলার কলকলিয়া ইউনিয়ন যুব সংহতির সভাপতি ফখরুল ইসলাম, কয়েছ আলী, পাটলি ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান জয়, রাণীগঞ্জ ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সভাপতি আলামিন,সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, আশারকান্দি ইউনিয়নের সভাপতি মামুন আহমদ, সাধারণ সম্পাদক শায়েক আহমদ, যুব সংহতি নেতা হারুন মিয়া, সুরুজ আলী, নাইম রাজা, সুজন মিয়া, সুয়েব আহমদ, আজাদ মিয়া, জাহাঙ্গীর আলম, ফরুক মিয়া, হাসান আহমদ, আলমগীর হোসেন, প্রদীপ, রুহেল মিয়া, জহিরুল ইসলাম, আনকার মিয়া, লাল মিয়া, আজিজুল ইসলাম, লায়েক আহমদ, রাহিম আলী, হাফিজুর রহমান, শামসু মিয়া, বশির উদ্দিন, জাবেদ মিয়া, তাজিম উদ্দিন, জিলানী মিয়া, ফাহিম আহমদ, সাইদুর রহমান, জসিম উদ্দিন, আবদুস শহীদ, সাফিজ আহমদ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে যুব সংহতির তৃণমুল পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে জেলা যুব সংহতির নেতৃবৃন্দ আশ^াস প্রদান করে বলেন, শ্রীঘ্রই শাহ এমরাজকে সভাপতি, রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মনসুর আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা যুব সংহতির পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হবে।
এছাড়া কাউন্সিলে বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের হাতকে আরো শক্তিশালী করেত হবে। এ জন্য তৃণমুল পর্যায়ে পার্টিকে আরো সু-সংঘটিত করার লক্ষকে সামনে রেখে মাঠে কাজ করতে হবে।
Leave a Reply