মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগটনের যৌথ উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, মু্ক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিন, ইউপি চেয়ারম্যান আঙ্গুল মিয়া, শেখ ছদরুল ইসলাম, আইয়ুব খাঁন, উপজেলা আওয়ামী লীগ নেতা মুরাদ মিয়া,আফু মিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন,সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সহসভাপতি হাবিবুর রহমান জুয়েল, কলেজ ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান আদিল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম, বশির আহমদ, আলাল হোসেন রানা, হাজি জমশেদ আলী, মনো মোহাম্মদ মতছির, আতিকুর রহমান, মধু মিয়া, আব্দুল গফুর, হাজি সুন্দর আলী, সৈয়দ কলমধর, কয়ছর রশিদ, আশিকুর রহমান, আব্দুস শহিদ, আব্দুর নুর, মঈন উদ্দিন, মমরাজ হোসেন, বকুল মিয়া, নুরুল হক, আবু মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার প্রত্যেক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নৌকার বিজয় নিশ্চিতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply