শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কেউ মব করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জে ‘সন্দেহভাজন’ হিসেবে গ্রেপ্তার, কারাগারে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু প্রবাসী পরিবারের রোষানলে পড়ে এক বছর ধরে বাড়ি ছাড়া জগন্নাথপুরের টমটম চালক আহমদ আলী ৩৬ টাকায় বোরো ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল ফিলিস্তিনে নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সুবিপ্রবিতে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ  জগন্নাথপুরের নলুয়ার হাওর পরিদর্শনে  জেলা প্রশাসক,ধান পেকে গেলে দ্রুত কাটার তাগিদ ফিলিস্তিনের গাজা ও রাফায়  গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  গাজায় গনহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ সমাবেশ  গাজায় গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম সভা

জগন্নাথপুরে ছুরিকাঘাতের পর গলায় শাড়ি পেঁচিয়ে স্ত্রী রুবী কে হত্যা করলো পাষন্ড স্বামী!

জগন্নাথপুরে ছুরিকাঘাতের পর গলায় শাড়ি পেঁচিয়ে স্ত্রী রুবী কে হত্যা করলো পাষন্ড স্বামী!

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাতের পর গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নির্মম হত্যার শিকার স্ত্রী রুবি বেগমের (৩৪) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
এঘটনায় পুলিশ ঘাতক স্বামী রূপক মিয়া (৩৮) কে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের খুশবুল মিয়ার ছেলে রূপক মিয়ার স্ত্রী তার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে জগন্নাথপুরের লোহারগাঁও গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়ীতে বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল। এরআগে তারা স্থানীয় মিরপুরে থাকতো। স্বামী রূপক গত ৮দিন ধরে স্ত্রীর সন্তানদের সঙ্গে রয়েছে। এরআগে তিনি কোথাও ছিলেন নিদিষ্ট করে কোন তথ্য জানেন না স্থানীয়রা। পরিবারে অভাব অনটন নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া ঝাটি হতো। পারিবারিক দ্বন্দ্বে জের ধরে বুধবার ভোরে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘাতক স্বামী তার স্ত্রী রুবি বেগমকে ছুরি দিয়ে আঘাত করে পরে গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর যুগান্তর কে বলেন, হত্যায় ব্যবহৃত চাকু ও শাড়ি উদ্ধার করা হয়েছে। হত্যার মূল কারণ জানতে ঘাতক স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com