বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে তালেবান। এ প্রেক্ষাপটে দীর্ঘদিন পর সংগঠনের শীর্ষ নেতারা নির্বাসন থেকে দেশে ফিরছেন। আলোচনা চালাচ্ছেন সরকার গঠনের জন্য। ওই সশস্ত্র গোষ্ঠীর জন্য সরকার গঠন এখন সময়ের ব্যাপারমাত্র। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন তালেবান সরকারের প্রধান।
গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হলেও এখন পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কাবুলে আসন্ন সরকারের প্রধান হচ্ছেন দলের রাজনৈতিক শাখাপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। খবর বিবিসির।
রোববার তালেবানের হাতে কাবুলের পতনের তিন দিনের মধ্যেই আফগানিস্তানে ফিরেছেন আব্দুল গনি। কাতারের দোহা থেকে একটি বিশেষ বিমানে করে মঙ্গলবার বেশ কয়েকজন সিনিয়র তালেবান নেতাকে নিয়ে কান্দাহারে ফেরেন তিনি।
যুক্তরাষ্ট্রের হামলার মুখে ২০০১ সালে তালেবানের অন্য নেতাদের সঙ্গে প্রথমে কাবুল, তারপর দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়েছিলেন তিনি। এরপর সন্ত্রাসের মামলায় আট বছর পাকিস্তানের কারাগারে ছিলেন। পরে দোহায় যান তিনি। দীর্ঘ ২০ বছরের নির্বাসন ও কারাবাসের পর বিজয়ীর বেশে দেশে ফেরেন তিনি। কাবুল দখলের পর রোববার দোহায় বসে যুদ্ধজয়ের ঘোষণা দেন এই বারাদার। বিজয়ের এ ঘোষণা কিন্তু হিবাতুল্লাহর কাছ থেকে আসেনি।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. আসিম ইউসুফজাই বলেন, ‘আফগানিস্তানে তালেবানের সরকারই আসছে এবং বারাদারই যে তাদের ইসলামী আমিরাতের প্রেসিডেন্ট হচ্ছেন এ বিষয়ে আমার খুব একটা সন্দেহ নেই।’
Leave a Reply