শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দিন ধরেও অবস্থান করেন, তবুও তাকে ফেরত আনতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বেলা ১১ টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, তারেক রহমান যেদিন বলবেন আমি বাংলাদেশে যাব, বাংলাদেশ আমার জন্য নিরাপদ সেদিনই কেবল আনা যাবে। তার আগে নয়।
তিনি বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। নির্জন কারাগারে রাখা হয়েছে। দেশনেত্রীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে।
আমাদের দাবি তার সুচিকিৎসার সুবিধার্থে মুক্তি দেয়া হোক। যেন তিনি মুক্ত হয়ে পছন্দমতো চিকিৎসা করতে পারে।
Leave a Reply