শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: ‘বিচারিক রাজনীতি’ গণতন্ত্রের জন্য শুভ নয়। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যায়। এর মধ্য দিয়ে একে অন্যের আয়ত্তের ভিতরে হস্তক্ষেপ করে, নিজেদের কাজ বাদ দিয়ে। এ মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, বিচারিক রাজনীতি শুধু পাকিস্তানেই নয়, অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
বিলাওল বলেন, বিচার বিভাগীয় এই ‘এক্টিভিজম’ অবশ্যই কমিয়ে আনতে হবে। বিচার বিভাগকে অবশ্যই তার নিজের কাজে মনোযোগ দিতে হবে। রাজনীতিকদেরকে তাদের কাজ করতে দিতে হবে। কারণ, রাজনীতিক ব্যর্থ হলে তাকে জনগণের প্রত্যাখ্যান করার সুযোগ আছে সব সময়। অষ্টম সংশোধনী ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা করা হলে তার বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেন বিলাওয়াল। পারিবারিক সদস্য জাম সাকির কাশিমাবাদের বাসভবন ঘুরে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিলাওয়াল এসব মন্তব্য করেছেন। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ, পিপিপির সেখানকার প্রেসিডেন্ট নিসার খুহরো ও অন্যরা এসব উপস্থিত ছিলেন। এ সময় বিলাওয়াল বলেন, পিপিপি বিচার বিভাগে সংস্কার করতে চেয়েছে। তারা পার্লামেন্টে সংশোধনী আনার চেষ্টা করেছে। কিন্তু পিপিপির এ উদ্যোগের বিরোধিতা করেছে বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ।
Leave a Reply