বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত দুই দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ২৪ ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ‘সি’ বিল্ডিংয়ের কনফারেন্স রুমে ‘রিপোর্টিং, এডিটিং এন্ড অ্যাংকারিং’ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার দিনব্যাপী দুই সেশনে এ কর্মশালা সম্পন্ন হয়। প্রথম সেশন পরিচালনা করেন যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন। দ্বিতীয় সেশন পরিচালনা করেন সাংবাদিক নবনীতা চৌধুরী।
অনুষ্ঠানে শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় শাবি ভিসি বলেন, সাংবাদিকতা সমাজের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। তোমরা সাহসের সঙ্গে সমাজের অসঙ্গতি তুলে ধরতে পারো।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২৪ আগস্ট দিনব্যাপী কর্মশালার প্রথম সেশন পরিচালনা করেন দি ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন এবং দ্বিতীয় সেশন পরিচালনা করেন দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীম নাঈম।
Leave a Reply