সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ জগন্নাথপুরে চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত টানা ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪ 

অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়ে ফিরছেন ক্লার্ক!

অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়ে ফিরছেন ক্লার্ক!

 স্পোর্টস ডেস্ক :: বল টেম্পারিং কাণ্ডে বিব্রত অস্ট্রেলিয়ার ক্রিকেট। দেশের ক্রিকেটকে পথে ফিরিয়ে আনতে এবার এগিয়ে এলেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) এমন বিপর্যস্ত অবস্থায় সহায়তা করতে ‘যা করতে হয় করবেন’ বলেছেন ক্লার্ক। তাই প্রায় তিন বছর পর ফের অস্ট্রেলিয়ার জার্সিতে ক্লার্কের মাঠে ফেরার সম্ভাবনা দিচ্ছে উঁকিঝুঁকি।

কেপটাউন টেস্টে বল টেম্পারিং করার দায়ে অসি দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুই সিনিয়র খেলোয়াড় নিষিদ্ধও হয়েছেন এক বছরের জন্য। সাথে টেম্পারিংয়ের মূল নায়ক ক্যামেরন ব্যানক্রফটও থাকছেন না নয় মাসের জন্য।

৩৭ বছর বয়স্ক ক্লার্ক শেষ ২০১৫ সালের অ্যাশেজে নেমেছিলেন মাঠে। অবশ্য ইংলিশদের বিপক্ষে তাদের মাঠে সে সিরিজে বাজেভাবে হেরেছিল অসিরা। হারের দায় নিয়ে অ্যাশেজ শেষেই ক্রিকেটকে বিদায় বলেছিলেন ক্লার্ক। কিন্তু দলের এই সঙ্কটাপন্ন অবস্থায় ফের দলে ফিরতে পারেন ক্লার্ক, এমনটাই জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।

সে সম্ভাবনাকে অবশ্য জোরালো করে তুলছে ক্লার্কেরই একটি সাক্ষাৎকার। আজ অসি দৈনিক ‘ডেইলি টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সহায়তা করার জন্য আমি যেকোনো কিছু করতে প্রস্তুত। দলের এমন পরিস্থিতিতে আমি এভাবে হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমার অভিজ্ঞতা দিয়ে তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়াতে আমি প্রস্তুত। নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার ফিরে আসা পর্যন্ত আপাতত এদিকেই আমাদের নজর দেওয়া উচিত।’

সহায়তার আশ্বাস যেহেতু মিলছে সাবেক অধিনায়কের কাছে থেকে, সেহেতু জুনে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাঠেই ওয়ানডে সিরিজে দেখা মিললেও মিলতে পারে ক্লার্কের। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়ার পর কোনো ধরনের ক্রিকেটেই আর অংশ নেননি সাবেক এই অসি অধিনায়ক। তাই ফিরলেও ক্লার্ক কতটুকু নিজেকে মানিয়ে নিতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com