বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে ফুটপাতের দোকান থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
২৩ আগষ্ট শুক্রবার সরজমিনে দেখা যায়, সৈয়দপুর বাজারের পূর্বপাড়ে সরকারি খালের পাড়ে ও বাজারের ফুটপাতে ১৫ থেকে ২০টি ছোট ছোট দোকান রয়েছে। এর মধ্যে আছে একটি পাবলিক টয়লেট। টয়লেটের সামনেও রয়েছে আরো ২টি দোকান। সৈয়দপুর বাজারের হাট বার হচ্ছে প্রতি বৃহস্পতি ও সোমবার। প্রতিটি দোকান থেকে প্রতি হাট বারে ১০০ টাকা করে ভাড়া নেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ছোট মিয়া বলে নাম প্রকাশ না করে এসব দোকানীদের মধ্যে অনেকে জানান। এছাড়া এখান থেকে মসজিদের নামেও টাকা তোলা হয় বলে অনেকে বলেন। তবে চেষ্টা করেও ছোট মিয়ার মন্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, সরকারি জায়গা থেকে কেউ ভাড়া উত্তোলন করলে তা অবৈধ। অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply