সোমবার, ১২ মে ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী সৈয়দ তামিম আহমদের মতবিনিময়  জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম সুনামগঞ্জে সাহিত্য সংসদ গণপাঠাগারের রবীন্দ্রজয়ন্তী পালন শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ  ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন  বিএনপির কর্মীসভা; ত্যাগী দের নিয়ে কমিটি গঠনের আহবান দেশে ফিরলেন খালেদা জিয়া ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন শান্তিগঞ্জে কার্ল মার্কস’র জন্মবার্ষিকীতে আলোচনা সভা

রোহিঙ্গা সংকট, মিয়ানমারকে সহায়তার প্রস্তাব চীনের

রোহিঙ্গা সংকট, মিয়ানমারকে সহায়তার প্রস্তাব চীনের

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় দেশটির পাশে থাকার কথাও জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
মিয়ানমারের বেসামরিক নেতা অং সান সু চিকে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বুধবার রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ভর্ৎসনার মুখোমুখি হতে হয় মিয়ানমারকে।
রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের জোরালো নিন্দা জানিয়ে সু চিকে পেন্স বলেন, কোনো ওজর ছাড়াই মিয়ানমার সেনাবাহিনী এ নিপীড়ন চালিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে সু চির সঙ্গে বৈঠকে লি কেকিয়াং বলেন, চীন-মিয়ানমার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের ওপরই এ সম্পর্ক গড়ে উঠেছে।
কেকিয়াংয়ের বরাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমারের উদ্যোগে চীনের পক্ষ থেকে সমর্থন রয়েছে।
কেকিয়াং বলেন, সংলাপ ও সমঝোতার মাধ্যমে রাখাইনের সংকট যথাযথভাবে নিরসনে মিয়ানমার ও বাংলাদেশের উদ্যোগেও চীনের সমর্থন রয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় সমর্থন জানাতে ইচ্ছা পোষণ করেছে চীন।
গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযানের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
তাদের বর্ণনায় জানা গেছে, সেনাবাহিনী ও দেশটির উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের গুলি করে, পুড়িয়ে হত্যা, ধর্ষণ, অঙ্গহানি এবং তাদের বসতবাড়ি ভস্মীভূত করে দিয়েছে।
চীনের সঙ্গে মিয়ানমারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাখাইনে সেনাবাহিনী সন্ত্রাসীবিরোধী বৈধ অভিযান চালিয়েছে বলে আখ্যায়িত করে মিয়ানমারকে সমর্থন জানিয়ে আসছে দেশটি।
চীনা বিবৃতি বলছে, মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় লি কেকিয়াংকে অনেকবার ধন্যবাদ জানিয়েছেন সু চি। বিশেষ করে রাখাইন সংকটসহ মিয়ানমারের শান্তি প্রক্রিয়ায় সমর্থন ও সহমর্মিতার জন্য সু চি এ ধন্যবাদ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com