শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কেউ মব করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জে ‘সন্দেহভাজন’ হিসেবে গ্রেপ্তার, কারাগারে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু প্রবাসী পরিবারের রোষানলে পড়ে এক বছর ধরে বাড়ি ছাড়া জগন্নাথপুরের টমটম চালক আহমদ আলী ৩৬ টাকায় বোরো ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল ফিলিস্তিনে নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সুবিপ্রবিতে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ  জগন্নাথপুরের নলুয়ার হাওর পরিদর্শনে  জেলা প্রশাসক,ধান পেকে গেলে দ্রুত কাটার তাগিদ ফিলিস্তিনের গাজা ও রাফায়  গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  গাজায় গনহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ সমাবেশ  গাজায় গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম সভা

বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন মেসি?

বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন মেসি?

 

স্পোর্টস ডেস্ক :: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর দেশের হয়ে আর নাও খেলতে পারেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ এবং কোপা আমেরিকার টানা দুই ফাইনালে হেরে যাওয়ার পর ২০১৬ সালে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে দেশের স্বার্থে ফিরে এলেও এবার অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মেসি।

বার্সেলোনার হয়ে ৩২টি শিরোপাজয়ী মেসির আর্জেন্টিনার বেলায় তার অর্জনের খাতা শূন্য। ২০১৪ বিশ্বকাপের এই সেরা খেলোয়াড় এক সাক্ষাৎকারে জানান, রাশিয়াতেই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

মেসি বলেন, আমি জানি না। এটা নির্ভর করবে আমরা কেমন করি এবং কীভাবে শেষ করি তার ওপর। আমরা তিনটি ফাইনালে হেরেছি। একটা ফাইনালে পৌঁছানো কতটা অর্থ বহন করে সেই দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে আর্জেন্টাইন গণমাধ্যমের সঙ্গে আমাদের এখন দূরত্ব তৈরি হয়েছে। এটা মোটেও সহজ নয়। তিনটি ফাইনালে খেলার জন্য প্রশংসা করতেই হয়। এটা সত্যি যে, জেতাটা গুরুত্বপূর্ণ। কিন্তু ফাইনালে পৌঁছানোও সহজ নয়।

রাশিয়ায় আর্জেন্টিনার কতদূর যাওয়া উচিত এমন প্রশ্নের জবাবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের প্রত্যাশা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামের মতো শক্ত প্রতিপক্ষের মোকাবেলা করেই তৃতীয় বিশ্বকাপ শিরোপার জন্য লড়বে তার দল। আর্জেন্টাইন অধিনায়ক জানান, এবারের আসরে হোর্হে সাম্পাওলির দলের হারানোর কিছুই নেই।

‘বিশ্বকাপে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে সব দলে। আমাদের দলেও যোগ্য খেলোয়াড় আছে। আমরা কাউকে ঈর্ষা করি না। ’

আগামী শনিবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ডি গ্রুপে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com