শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাওরে ধান কাটার ধুম, বঙ্গবন্ধু-১০০ জাতের ধানে চিটা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন শান্তিগঞ্জে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা  উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমকিা পালন করেন: এমএ মান্নান এমপি জগন্নাথপুরে সার-বীজ বিতরন কালে সাবেক মন্ত্রী, দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে দারুল ক্বিরাত হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা শাখা কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শান্তিগঞ্জে বিজ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ভারতীয় ক্রিকেটাররা মাঠের বাইরেও বাড়তি সুবিধা চায়

ভারতীয় ক্রিকেটাররা মাঠের বাইরেও বাড়তি সুবিধা চায়

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
২০০৮ সালের আইপিএলেরপ্রথম আসর ‍শুরুর আগে রাজস্থান রয়েলসকে দুর্বল দলগুলোর একটি বিবেচনা করা হয়েছিল। আর সেই দলকেই শিরোপা উপহার দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার লেগ স্পিনারশেন ওয়ার্ন।
নিজের ক্যারিয়ার নিয়ে লেখা ‘নো স্পিন’ আত্মজীবনীতে প্রথম আইপিএলে রাজস্থান রয়েলসের ক্রিকেটারদের সামলানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন অস্ট্রেলিয়ানএই কিংবদন্তি।
রবীন্দ্র জাদেজা প্রসঙ্গে শেন ওয়ার্ন বলেন, জাদেজা একজন প্রতিভাবান ক্রিকেটার। ওর অদম্য খিদে প্রথম থেকেইআমার ভালো লেগেছিল। তবে জাদেজা সব সময় দেরি করত। প্রথমে ব্যাগ না পাওয়ার অজুহাতদেখিয়ে ও দেরি করল। এরপর সকাল ৯টায় অনুশীলনের জন্য বাস রওনা হলেও সে বাসে আসতে পারেনি।দেরিতে মাঠে পৌঁছাল।মাঠ থেকে ফেরার পথে অর্ধেক রাস্তায় বাস পৌঁছনোর পর, আমি সবার সামনে বললাম, রবি আজ সকালে দেরিতে মাঠে পৌঁছেছে। তাই তোমাকে এখানেই নামতে হবে। বাকি পথহেঁটে হোটেলে ফিরবে। ওর এক বন্ধু আপত্তি করল। আমি তাকেও বাস থেকে নামিয়ে দিলাম। এই ঘটনার পর আর কেউ কোনোদিন দেরি করেনি।
মুনাফ প্যাটেলপ্রসঙ্গে শেন ওয়ার্নবলেন, ‌মুনাফ দারুণ মজা করতে পারে। একদিন বাসের পেছনের সিটে ওর পাশে বসে আছি। জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? মুনাফ বলল, ‘তুমি কি আমার আসল বয়স জানতে চাও,নাকি আইপিএলের বয়স? এরপর ও বলল, আমার বয়স ২৪ বছর। যদি আমার বয়স ৩৪ওহত, তা হলেও আমি বলতাম আমার আইপিএলের বয়স ২৪-ই। কারণ, এটা দারুণ একটা টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে আমি যত বেশি সম্ভব খেলতে চাই। এমনকি আমার বয়স৩৪ হলেও। আমার বয়স ৩৪ হলে কেউ হয়ত আমাকে আইপিএলে খেলানোর জন্য ভাবতই না। আসলে যত বেশি দিন সম্ভব, নিজেকে বিশের কোটায় রাখতে চাই।’
ভারতের সাবেক তারকা ক্রিকেটারমুহাম্মদ কাইফ প্রসঙ্গে শেন ওয়ার্নবলেন, কোনো একদিন মাঠ থেকেটিম হোটেলে ফেরার পর সবার হাতে রুমের চাবি দেয়া হল। ক্রিকেটাররা যে যার রুমে চলে গেল। কিছু সময় পর হোটেলের রিসিপশনে এসে কাইফ বলল আমি মুহাম্মদ কাইফ। রিসিপশনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আগে থেকেই ওকে চিনতেন। বললেন, ‘কী চাই স্যর?’
কাইফ আবার একই ভঙ্গিতে বলল, আমি মুহাম্মদ কাইফ। ওকে এভাবে বলতে দেখে আমি এগিয়ে গেলাম। বললাম, তোমার কি কোনোসমস্যা হয়েছে? কাইফ ক্ষোভের সঙ্গে জানাল, আমি অন্যদের মতো খুব ছোটএকটা রুম পেয়েছি। ওকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম আমি ছাড়া সবাই একই রুম পেয়েছে। ওই দিন স্পষ্ট হয়েছিল, ভারতের সিনিয়র প্লেয়াররা বাড়তি সুবিধার প্রত্যাশা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com