বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টানা ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪  জগন্নাথপুর পৌরশহরে ৫৫ দোকানঘর  ভাড়া থানায় দেওয়ার নির্দেশ পুলিশের জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!  

আমি বিশ্বাস করি ট্রিপল সেঞ্চুরি করাও সম্ভব: মুশফিক

আমি বিশ্বাস করি ট্রিপল সেঞ্চুরি করাও সম্ভব: মুশফিক

স্পোর্টস ডেস্ক::
একটা সময়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ছিল সোনার হরিণ। ডাবল সেঞ্চুরি না পাওয়ার সেই আক্ষেপ ঘোচান মুশফিকুররহিম। তার দেখা দেখি ডাবল সেঞ্চুরি করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সোমবার ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেয়ার পরমুশফিক বলেন,টেস্টে ট্রিপল সেঞ্চুরি করাও সম্ভব।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘আমি নিজেও বিশ্বাস করি আমি সমর্থ। কারণ প্রথম যখন ২০০ করি তখন মনে হয়েছে এটাই প্রথম, আবার কবে মারবো? পারব কী না। তখন নিজের ওপরও ওভাবে বিশ্বাস ছিল না। কিন্তু আজ ডাবল সেঞ্চুরি পাওয়ার পরে আমার মনে সেই বিশ্বাসটা একটু হলেও ফিরে এসেছে যে, আমি আরও বেশি করতে পারি এবং এটা অসম্ভব না।’
২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল (২০০) সেঞ্চুরির ইতিহাস গড়েন মুশফিক। এর দুই বছর পর ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২০৬ রান করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার ঠিক দুই বছর পর ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ২১৭ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এতদিন সাকিবের গড়া ২১৭ রানই ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৪২১ বলে ১৮ চার ও এক ছক্কায় ২১৯ রান করার মধ্য দিয়ে সাকিবের সেই রেকর্ড ভেঙে দেন মুশফিক।
সেই দিক থেকে বললে, ঢাকা টেস্টে ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম।
শুধু তাই নয়, এদিন ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনিদের মতো কিংবদন্তি ক্রিকেটারদেরছাড়িয়ে গেলেন মুশফিক।উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বিশ্বে প্রথম স্থানে চলে এসেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।কিপার হিসেবে টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি রয়েছে (২০০ ও ২১৯) দুটি।
বিশ্ব ক্রিকেটে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরা একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com