বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টানা ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪  জগন্নাথপুর পৌরশহরে ৫৫ দোকানঘর  ভাড়া থানায় দেওয়ার নির্দেশ পুলিশের জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!  

জ্বলে উঠলেন শুভমান, কেকেআরের প্রথম জয়

জ্বলে উঠলেন শুভমান, কেকেআরের প্রথম জয়

স্পোর্টস ডেস্কঃ  আইপিএলের ১৩তম আসরে প্রথম জয় পেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেসেখেলেই হারিয়ে দিলেন দীনেশ কার্তিকরা।

অবশ্য টার্গেটটাও বড় দিতে পারেনি হায়দরাবাদ।

শনিবার রাতে আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআরকে ১৪৩ রানের সহজ লক্ষ্য ছুড়ে দেয় হায়দরাবাদ।

সেই রান তাড়া করতে নেমে দারুণ উপভোগ্য এক ইনিংস খেলেন কেকেআরের তরুণ তুর্কি শুভমান গিল।

৬২ বলে তার অপরাজিত ৭০ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট হাতে রেখেই বন্দরে পৌঁছে যায় কেকেআর।

অবশ্য অনেকে শুভমানের চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যানের ইনিংসকে।

৩ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন মরগ্যান। মূলত সানরাইজার্সের বোলারদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছেন তিনি।

শুরুতে সুনীল নারিন ও দীনেশ কার্তিক দুজনেই শূন্য রানে সাজঘরে ফিরলে প্রথমে ধারণা করা হয় দ্বিতীয় ম্যাচেও হারতে যাচ্ছে কলকাতা।

কিন্তু শুভমান, মরগ্যান ও নিতিশ রানার অনবদ্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।

সানরাইজার্সের হয়ে খলিল আহমেদ, টি নটরাজন ও রশিদ খান নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মনিশ পান্ডের হাফসেঞ্চুরির (৫১) ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স।

অসি হার্ডহিটার ওয়ার্নার করেন ৩৬ এবং ঋদ্ধিমান সাহা করেন ৩০ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com