শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারই পারে বলে ফের মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, চিকিৎসকেরা বলেছেন, খালেদা জিয়া জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তারা (সরকার) আইন দেখাচ্ছে। যে আইন দেখাচ্ছে, সেই ৪০১ ধারায় পরিষ্কারভাবে বলা আছে, সরকারই পারে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।
তিনি বলেন, খালেদা জিয়ার মামলা সাজানো মামলা। কোনোভাবেই তাকে সাজা দেওয়া যায় না। শুধুমাত্র রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে তাকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে।
খালেদা জিয়ার প্রতি এত রাগ কেন তাদের? কারণ, তারা জানে, খালেদা জিয়া হচ্ছেন সেই বাঁশিবাদক, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো যিনি বেরিয়ে এলে, গণতন্ত্রের সংগ্রামের জন্য ডাক দিলে—লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে। সে জন্যই তাকে আটকে রাখা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আহমেদ আজম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সাংসদ নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস, সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে আগামী রোববার সারা দেশের সব বারে (আইনজীবী সমিতি) বিএনপিপন্থী আইনজীবীরা অনশন কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়।
Leave a Reply