বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ::
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের রেকর্ডের পর আরেক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। এবার আইপিএল ইতিহাসের প্রথম বিদেশি বাঁ-হাতি স্পিনার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ আইকন। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এই অনন্য অর্জনে নাম লেখান সানরাইজার্স হায়দরাবাদ অলরাউন্ডার সাকিব। আইপিএলে বিদেশি বাঁ-হাতি বোলারদের মধ্যে উইকেট প্রাপ্তিতে সাকিব আল হাসানের অবস্থান চতুর্থ। আইপিএল ক্যারিয়ারে
৫০ ম্যাচে ৬১ উইকেট রয়েছে অজি বাঁ-হাতি পেসার মিচেল জনসনের। ৪৪ ম্যাচে মিচেল ম্যাকলেনাঘানের শিকার ৬০ উইকেট ও ৬০ ম্যাচে অজি পেসার জেমস ফকনারের শিকার ৫৯। তবে তালিকায় সেরা ইকোনমি গড় সাকিবের।
ওভারপ্রতি সাকিব ৭.১৭, জনসন ৮.০৮, ম্যাকক্লেনাহান ৮.৬৭, ফকনার ৮.৬৯। টি-টোয়েন্টি ক্রিকেটে ২৬১ ম্যাচে সাকি্ের সংগ্রহ ৪০৯৭ রান ও বল হাতে শিকার ৩০২ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান ও ৩০০ উইকেটের ডাবল কীর্তি রয়েছে আর কেবল ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।
Leave a Reply