মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা হাজী আব্দুল মনাফের শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে সিলেট থেকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। শুক্রবার সকাল ৮ টায় মেয়র আবদুল মনাফ কে স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর পৌরসভার সচিব মোঃ মোবারক হোসেন শুক্রবার বিকেলে জানান, মেয়র মহোদয়ের শারিরীক অবস্থা আরো অবনতি হওয়ায় কর্মরত চিকিৎসকগণ তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎকরা জানিয়েছেন মেয়র মহোদয়ের দুইটি কিডনীতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।এজন্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন। তিনি মেয়রের সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার মেয়র হাজী আব্দুল মনাফ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে সিলেটের মেডিনোভা হাসপাতাল ভর্তি করা হয়। পরে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখান থেকে গতকাল ঢাকায় পাঠানো হয়।
এদিকে মেয়র হাজী আবদুল মনাফের রোগমুক্তি কামনায় শুক্রবার পৌর শহরের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।
বৃহস্পতিবার পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে মেয়র হাজী আবদুল মনাফের রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু, প্যানেল মেয়র শফিকুল হক, পৌর সচিব মোঃ মোবারক হোসেন, কাউন্সিলর খলিলুর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মাওলানা মুহিবুর রহমান, কর আদায়কারী আব্দুস সালাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহান আল্লাহ তায়ালার দরবারে মেয়র হাজী আবদুল মনাফের রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।
Leave a Reply